আগামী দুই দিনে ওমানের তাপমাত্রা ৫০ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫-মে) এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। আগামী দু’দিন দেশটির উত্তর ও দক্ষিণ আল বাতিনা এবং মাস্কাট প্রদেশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আল ওস্তা প্রদেশে দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হচ্ছে।
দক্ষিণা বাতাসের কারণে আল বুড়াইমি, আল দাহিরাহ, উত্তর ও দক্ষিণ আল বাতিনা এবং আল দাখিলিয়াহ প্রদেশের কিছু অংশকে প্রভাবিত করতে পারে। যার ফলে এই অঞ্চলগুলোতে তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে ধুলো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, আল-হাজর পর্বতমালার আশে পাশের এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশিভাগ এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং রাত অবধি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
দেশটির আবহাওয়া তথ্য অনুযায়ী মাস্কাটে আজ সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সোহারে সর্বাধিক ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস, হায়মা অঞ্চলে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি, নেজুয়াতে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি, ইবরিতে সর্বাধিক ৪৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরেই ওমানে তীব্র তাপদাহ চলছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনমনে। কোথাও যেন মিলছেনা স্বস্তি। সামর্থবান মানুষেরা গরম নিবারণে সক্ষম হলেও বাহিরে খেটে খাওয়া মানুষের ভরসা যেন প্রকৃতিই। গাছ গাছালী কিংবা ছায়া শীতল পরিবেশই তাদের অবলম্বন। আবার তীব্র গরমে বাড়ছে ডায়রিয়াসহ নানা রোগ বালাই।
প্রচণ্ড গরমের কারণে ঠাণ্ডা, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়াও তাপদাহজনিত কারণে প্রধানত হিট স্ট্রোকের আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। এই গরমে বেশি পরিমাণে পানি, লেবু শরবত, বেলের শরবত এবং ওরস্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post