তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গালান্টকে বরখাস্ত করেন। এ ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে শুক্রবার পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউআভ গালান্ট।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরায়েল কাৎজ।
তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গালান্টকে বরখাস্ত করেন। এ ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
ইসরায়েলের অনেকেই গালান্টকে কট্টর ডানপন্থি সরকারের মধ্যে একমাত্র মধ্যপন্থি কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করেন। তার অপসারণকে গাজায় বন্দিদের উদ্ধারে নেতানিয়াহুর অনাগ্রহ হিসেবে দেখা হচ্ছে।
কাৎজ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি নেতানিয়াহুর দীর্ঘকালীন অনুগামী ও বর্ষীয়ান মন্ত্রী হিসেবে পরিচিত।
এদিকে শুক্রবার ইসরায়েলের সামরিক দপ্তর গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন এইড ক্রসিং খোলার প্রস্তুতি নিচ্ছে, তবে এর সময় এখনও নির্ধারণ করা হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ৩০০ ট্রাক মানবিক সহায়তা সামগ্রী সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত। আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকায় এসব সহায়তা পাঠানোর অনুমতি দেবে তারা। এটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কম।
যুক্তরাষ্ট্র চায় প্রতিদিন ৩৫০টি ট্রাক সহায়তা গাজায় পাঠানো হোক।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। সে সময় গাজার শাসক দল হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে। সে সময় ২৫০ জনকে জিম্মি করা হয়।
পরে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে ৪৩ হাজারের বেশি মানুষকে হত্যা করে। নিহত ফিলিস্তিনিদের অর্ধেকের বেশি নারী ও শিশু।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post