বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ শহরতলীর বুর্জ আল-বারাজনেহ এলাকার কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম খবর আল জাজিরা।
লেবানিজ বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে পরিচালিত দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়া ইসরায়েলি বিমান বৈরুতের আল-জামুস এলাকাতেও আঘাত হেনেছে।
এনএএ-কে উদ্ধৃত করে আল-জাজিরা জানায়, হামলার আগে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই যেসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই তালিকায় আল-জামুসের নাম ছিল না।
এনএএ বলছে, ইসরায়েলি হামলার পর গোটা বৈরুত বিকট শব্দে কেঁপে উঠে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বৈরুত শহরের বেশ কিছু অংশ ঢেকে দিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক মানুষকে।
হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫০৫ জনে। আহতের সংখ্যা এক লাখ দুই হাজার ছাড়িয়েছে।
গাজার পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর লেবাননে মাঝেমধ্যে হামলা চালালেও মাসখানেকের বেশি সময় ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। চালাচ্ছে স্থল অভিযানও।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩১১৭ জন নিহত এবং ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পৌনে আট শ জনই নারী ও শিশু।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post