প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্বাহী কমিটির (ট্রানজিশন টিম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
এতে বলা হয়, খনন ও খনির অনুমতি দেওয়ার জন্য কিছু জাতীয় স্মৃতিসৌধের আকার সঙ্কুচিত করার বিষয়ে নির্বাহী আদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। সেইসঙ্গে ট্রাম্প এশিয়া ও ইউরোপের বড় বাজারগুলোতে নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির অনুমতি দেওয়া আবার শুরু করবেন।
ট্রাম্প তাঁর প্রচারের সময় এসব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট রয়টার্সকে বলেন, প্রচারের সময় তিনি (ট্রাম্প) যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য জনগণ তাঁকে ম্যান্ডেট দিয়েছে। এখন তিনি সেগুলো বাস্তবায়ন করবেন।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রপ্তানির পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব নিয়ে একটি জরিপ সম্পন্ন করার জন্য গত জানুয়ারিতে নতুন এলএনজি রপ্তানির অনুমোদন স্থগিত করে।
এর আগে ২০২০ সালে একবার আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ক্ষমতা গ্রহণের পর তিনি আবার যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরান।
প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে শাস্তি দিচ্ছে এবং লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post