হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হলো। টার্মিনাল চালুর শুরু থেকে দুই বছর এই দায়িত্ব পালন করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা হলে দুই বছর পর ফের এ দায়িত্ব পাবে বিমান।
বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, থার্ড টার্মিনালের জন্য নতুন করে প্রায় ১ হাজার ৫০০ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিদেশ থেকে হাজার কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান থেকে কেনা বেশির ভাগ যন্ত্র যুক্ত হয়েছে। তবে এই টার্মিনাল কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে জনবল বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিশ্চিত করতে হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয় করা হয়।
তিনি জানান, সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, টার্মিনাল চালুর প্রথম দুই বছর গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ করবে বিমান। উন্নত মানের কাজ হলে পরবর্তী সময়ে বিমানকেই এ কাজ দেওয়া হবে বলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা ৫০ বছরের বেশি। আন্তর্জাতিক স্বীকৃতি ও সব ধরনের লাইসেন্সও তাদের রয়েছে। এখন শুধু টার্মিনাল চালুর অপেক্ষা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করতে পারবে না বলে অভিযোগ ছিল অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) জাপানি প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডলিং করার জন্য নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল। ওই সময় টার্মিনালের আংশিক উদ্বোধনের দিন উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করেছে বিমান। সেই ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংও করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ প্রায় শেষ। শিগগির চালু করার লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post