চট্টগ্রামের মিরসরাইয়ে চার হাজার ৫০০ ইঁদুর মেরে পুরস্কার পেয়েছেন গনি আহম্মদ নামে এক কৃষক। তিনি ইঁদুর নিধনে উপজেলায় প্রথম ও জেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন।
গনি আহম্মদ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের হারেছ আহম্মদের ছেলে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সর্বোচ্চ ইঁদুর নিধনকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাকে একটি স্প্রে মেশিন ও সনদ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই প্রতিপাদ্যে মিরসরাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ সালে শুরু হয়। এর আগে ২০২৩ সালে উপজেলায় সবচেয়ে বেশি ৪৫০০টি ইঁদুর নিধন করে প্রথম হয়েছেন গনি আহম্মদ।
গনি আহম্মদ বলেন, আমি একজন প্রান্তিক কৃষক। গত এক বছরে সাড়ে চার হাজার ইঁদুর নিধন করে পুরস্কৃত হয়েছি। ইঁদুর নিধনের জন্য কিছু কৌশল অবলম্বন করে সফল হয়েছি। বিষফাঁদ ও যান্ত্রিক উপায়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করি। তবে আমাকে এই কাজে সহযোগিতা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, গনি আহম্মদ একজন পরিশ্রমী কৃষক। স্বল্প খরচে নিজ উদ্যোগে ইঁদুর নিধন করেছেন। তাকে কৃষিবিষয়ক বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post