নতুন একটি ম্যালওয়ার গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এরফলে যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের কাছে এটা সুখের খবর নয়। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরফলে সমস্যায় পড়তে পারে। এই নতুন ম্যালওয়ারের নাম টক্সিক পান্ডা। গুগুল ক্রোম এবং ব্যাঙ্কের বিভিন্ন অ্যাপকে এটি প্রভাবিত করছে।
সইবার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে ইউরোপ, লাটিন আমেরিকায় নিজের দাপট দেখাচ্ছে এই টক্সিক পান্ডা। ১৫০০ ফোনের ডিভাইসকে ইতিমধ্যেই প্রভাবিত করেছে এই মালওয়ার। গবেষকরা মনে করছেন, টক্সিক পান্ডা এমনভাবে নিজের কাজ করছে যে এর থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব নয়। আধুনিক যুগের সমস্ত সাইবার নিরাপত্তাকে মাথায় রেখেই একে তৈরি করা হয়েছে। ফলে এটি সরাসরি গ্রাহকদের ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে প্রভাবিত করছে।
সাইবার অপরাধীরা এটিকে কাজে লাগিয়ে নিজেদের কাজ অতি সহজেই করছে। এই ম্যালওয়ার সাইবার হ্যাকারদের হাতে ফোনের নিয়ন্ত্রণের অদৃশ্য রিমোর্ট তুলে দিচ্ছে। এরফলে তারা যেকোনও ফোনকে বিশ্বের যেকোনও স্থান থেকে নিজের ইচ্ছামত অপারেট করতে পারে।
এর থেকে বাঁচার উপায় হল গুগুলের প্লে স্টোর বা অন্য কোনও নির্ভরযোগ্য জায়গা ছাড়া কোনও অ্যাপ ডাউনলোড করবেন না। নজরে রাখবেন যেন আপনার প্রতিটি অ্যাপ সর্বদা আপডেট থাকে। কোনও অজানা লিঙ্কে যেন ক্লিক না করা হয়। কোনও অজানা ম্যালওয়াল নিজের ফোনে এসে যদি আপনাকে অ্যালার্ট করতে থাকে তবে অবিলম্বে তাকে ফোন থেকে ডিলিট করে দিন। নাহলে বিপদ অপেক্ষা করা রয়েছে আপনার সঙ্গে। সাইবার অপরাধীদের ভুয়ো অ্যাপের জালে যদি একবার ধরা পড়ে যান তাহলে বাকি কাজটা করে দেবে টক্সিক পান্ডা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post