মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লীবিদ্যুতের তার চুরি করার সময় চার চোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের গণ-পিটুনি দিতে থাকে জনতা। এরই মধ্যে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান। পরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে চোরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় একজন কলার জানান- মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লীবিদ্যুতের তারসহ সন্দেহভাজন চারজন চোরকে আটক করে রাখা হয়েছে। এখন উত্তেজিত লোকজন তাদের উত্তম-মধ্যম দিচ্ছেন। চোরদের আইনের কাছে সোপর্দ করার জন্য কলার দ্রুত পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
কলারের তথ্য মোতাবেক ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কুলাউড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজন সন্দেহভাজন চোরকে আটক করে ও চোরাই তার উদ্ধার করে।
তারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানা যায়।
গ্রেপ্তাররা হলেন— সেলিম মিয়া(২৪), তোফায়েল (২৪), রুবেল মিয়া(২৫) এবং রাজিব মিয়া (২৫) ।
এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post