হিজবুল্লাহ নেতা নাইম কাসেম জানিয়েছেন, গ্রুপটির হাজার হাজার যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে। এছাড়া মার্কিন নির্বাচনের ফলাফল লেবাননের যুদ্ধের ওপর কোন প্রভাব ফেলবে না। বুধবার (৬ নভেম্বর) একটি টেলিভিশন ভাষণে তিনি এই বার্তা দিয়েছেন।
নাইম কাসেম তার পূর্বসূরি শহীদ হাসান নাসরুল্লাহর মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে এই ভাষণ দেন। ২৭ সেপ্টেম্বর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় শহীদ হন তিনি। নতুন হিজবুল্লাহ প্রধান বলেন, ‘আমাদের হাজার হাজার প্রশিক্ষিত প্রতিরোধ যোদ্ধা আছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করার জন্য প্রস্তুত।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর বুধবার তার এই ভাষণটি সম্প্রচার করা হয়। তবে এটি আগে রেকর্ড করা হয়েছিল বলে জানা গেছে।
তিনি উল্লেখ করেন, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে প্রতিযোগিতার ফলাফল লেবাননের জন্য সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘আমাদের ওপর ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য রাজনৈতিক পরিবর্তনের ওপর আমরা কোনো প্রত্যাশা করি না। হ্যারিস জিতুক বা ট্রাম্প জিতুক। আমাদের কাছে এটা কোনো অর্থই বহন করে না।’
এদিকে দক্ষিণ লেবাননে যুদ্ধ এবং ইসরায়েলে হিজবুল্লাহর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধক্ষেত্র কে থামাবে।
এর আগে বুধবার সকালে হিজবুল্লাহ জানিয়েছিল, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে দেশটির প্রধান বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে তারা। তবে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post