গাইবান্ধার সোনালী ব্যাংকের মেইন ব্রাঞ্চে এক অভিনব চুরির ঘটনায় হতবাক সকলে। গত বুধবার (৬ নভেম্বর), ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে ছামাদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরি হয়ে যায়।
ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বৃদ্ধ ব্যক্তি এক নম্বর কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য টাকা বের করে রাখেন। ঠিক সেই সময়, দুই যুবক শার্ট-প্যান্ট পরে ঘুরতে থাকে। তাদের মধ্যে একজনের হাতে একটি ফাইল ছিল।
ফুটেজে আরও দেখা যায়, এক যুবক তার পকেট থেকে একটি ১০ টাকার নোট মেঝেতে ফেলে বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেয়। সে বৃদ্ধকে জানায়, তার টাকা মেঝেতে পড়েছে। বৃদ্ধ যখন নোটটি তুলতে নিচু হন, তখনই অপর যুবক কাউন্টারের উপর রাখা ৯৩ হাজার টাকা নিয়ে দুজনে মিলে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনার পর সোনালী ব্যাংক গাইবান্ধা শাখা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং তদন্ত শুরু করেছে।
সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি ব্যাংক কর্মচারীদেরও আরও সচেতন হওয়া জরুরি।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে এবং চোরদের ধরার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এই ধরনের চালবাজির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post