বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার প্রতি সাড়া দিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালিত হবে। এর আগে এই রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট চলাচল করত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে নতুন ফ্লাইট যোগ করা হবে।
এই ফ্লাইট বৃদ্ধির ফলে যাত্রীরা আরও সহজে এবং দ্রুত মদিনা যাতায়াত করতে পারবেন। বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় যাত্রীদের জন্য এই ফ্লাইট বৃদ্ধি আরও বেশি সুবিধাজনক হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময়ই যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা চিন্তা করে। এই ফ্লাইট বৃদ্ধির মাধ্যমে তারা তাদের সেই প্রতিশ্রুতি আরও একবার সফলভাবে রূপায়িত করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post