নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানের আধুনিক ও স্মার্ট সমুদ্র বন্দরে পরিণত করার ঘোষণা দিয়েছেন।
বুধবার সকালে মোংলা বন্দর পরিদর্শন শেষে বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কারণে মোংলা বন্দরের উন্নয়ন অত্যন্ত জরুরি।
উপদেষ্টা আরও জানান, মোংলা বন্দরকে আধুনিকীকরণের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
মোংলা বন্দরকে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে বিবেচনা করে সরকার একে আরও দক্ষ ও আধুনিক করে তুলতে কাজ করে যাচ্ছে।
ঢাকা থেকে মাত্র ২১০ কিলোমিটার দূরে অবস্থিত এই বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সভা শেষে উপদেষ্টা মোংলা বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post