গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ। ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।
চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ম্যাগাজিনের দেওয়া হিসাব অনুযায়ী চতুর্থ ধনী দেশ কাতারে চলতি বছর জনগণের মাথাপিছু আয় ৯৩ হাজার ৫০৮ ডলার। আর সবচেয়ে ধনী দেশ হিসেবে নির্বাচিত লুক্সেমবার্গের জনগণের মাথাপিছু আয় এক লাখ ১৮ হাজার ডলার।
মধ্যপ্রাচ্যে দ্বিতীয় ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ধনী দেশের তালিকায় রয়েছে ১১তম অবস্থানে। দেশটির জনগণের মাথাপিছু আয় ৫৮ হাজার ৭৫৩ ডলার। মধ্যপ্রাচ্যে তৃতীয় ধনী দেশ বাহরাইন বিশ্ব তালিকায় রয়েছে ২৩তম স্থানে। মাথাপিছু আয় ৪৮ হাজার ৭৬৬ ডলার। তবে এতে শীর্ষ দশের মধ্যেও নাম নেই ওমানের।
বিশ্বের ধনী দেশের তালিকায় সৌদি আরবের অবস্থান ২৫তম। দেশটির জনগণের মাথাপিছু আয় ৪৬ হাজার ৮১১ মার্কিন ডলার। কুয়েত মধ্যপ্রাচ্যে ৫ম ধনী দেশ হলেও বিশ্ব তালিকায় রয়েছে ৩২তম স্থানে। ছোট এই দেশটিতে মাথাপিছু আয় ৪১ হাজার ৬২১ ডলার। ফাইন্যান্স ম্যাগাজিন যেই তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮ ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post