মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে। এই ঘটনার সন্দেহভাজন হিসেবে পাশের বাড়ির দুই জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঘরের বাইরে শৌচাগারে যান লিপি আক্তার। পরে তিনি আসতে দেরি হওয়ায় সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়ে বাইরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post