মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ মঙ্গলবার প্রতি ডলারের বিনিময় হার বেড়ে ৮৪ দশমিক ১২ রুপিতে উঠেছে, যা আগের দিন সোমবার ছিল ৮৪ দশমিক ১১। আজ একপর্যায়ে প্রতি ডলার ৮৪ দশমিক ১৩ রুপিতে বিক্রি হয়।
ভারতীয় মুদ্রার এই ধারাবাহিক দরপতনের কারণে ভারতীয় নীতিনির্ধারক ও আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার জেরেই মূলত রুপির দরপতন ঘটছে বলে মনে করেন তাঁরা। পাশাপাশি মুদ্রাবাজারে অস্থিরতা অব্যাহত থাকার কারণে ডলারের বিপরীতে রুপির আরও দরপতন ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।
ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকেরা মনে করেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বাজারে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার প্রভাব পড়েছে রুপির বিনিময় হারে।
এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। গত ১১ অক্টোবর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মত ৮৪ ছাড়িয়ে যায়। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন চলছিল এবং বেশ কিছুদিন ধরে ডলারের বিপরীতে তা ৮৪–এর ঘরেই ছিল।
চলতি বছরের ১২ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ৮৩ দশমিক ৯৯ রুপিতে নেমেছিল ভারতীয় মুদ্রা। এরপর রুপির দরপতনের ধারা থেমে যায় এবং ডলারের বিপরীতে তার দর বাড়তে থাকে। কিন্তু ভারতের শেয়ারবাজারের সূচকের পতন শুরু হলে আবার রুপির দরপতন শুরু হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post