নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে নিউ লিনের ইমাম রেজা মসজিদে ঢুকে আগুন দেয় এক ব্যক্তি।
আট ঘণ্টা ধরে জ্বলে আগুন। পরে তা স্থানীয়দের নজরে এলে জরুরি পরিষেবায় খবর দেন তারা।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি মসজিদে ঢুকে ইচ্ছাকৃতভাবে আগুন দিচ্ছে। তবে তার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো জঙ্গি তৎপরতা কি না তা বলা যাচ্ছে না।
এদিকে মসজিদ কর্তৃপক্ষ এই হামলাকে ভয়ঙ্কর ও অবিশ্বাস্য উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা আমাদের পবিত্র স্থানের ভিত্তিকেও নষ্ট করতে চায়। আজ আমরা একত্রিত হয়ে ঘোষণা করছি, আমাদের মসজিদ একটি দৃশ্যগত কাঠামো নয়, এটি একটি আলোর বাতিঘর, প্রার্থনার স্থান এবং আশার প্রতীক।’
এর আগে ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সশস্ত্র হামলায় প্রাণ হারান ৫১ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post