সৌদি আরবের সঙ্গে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দেশ দুটি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
সমঝোতা স্মারকটিতে সোমবার স্বাক্ষর করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ইরাকের প্রতিরক্ষামন্ত্রী থাবেত আল-আব্বাসী। খবর আরব নিউজের।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সময় স্বাক্ষরিত চুক্তিটি সৌদি আরব এবং ইরাকের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তাদের আলোচনার সময়, দুই মন্ত্রী প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে তাদের দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক পর্যালোচনা করেন।
বিশেষ করে তারা চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
তারা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদার করে এমন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে সংঘাত কমিয়ে আনার লক্ষ্যে প্রচেষ্টা চালাবেন বলে অঙ্গীকার করেন।
সমঝোতা স্মারকে সামরিক বিষয়ে বর্ধিত সহযোগিতার জন্য একটি কাঠামো স্থাপন করে সৌদি আরব এবং ইরাককে আরও কার্যকরভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post