প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।
সোমবার (৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কমিশন প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকা সমন্বয় করা হচ্ছে বলেও প্রধান উপদেষ্টাকে জানান বদিউল আলম মজুমদার।
কমিশন প্রধান বলেন, নির্বাচন সংস্কার কমিশন নির্বাচনি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়াও অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে আরও জানা গেছে, নির্বাচন সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তাদের পরামর্শ নিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post