ইরান ও দখলদার ইসরায়েলের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান। ইসরায়েলের ওপর যেন ইরান হামলা না চালায় সেই সতকর্তা দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের বোমারু মোতায়েনের তথ্য জানায় যুক্তরাষ্ট্র।
গতকাল রোববার ইউএস সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে বি-১২ বোমারু মধ্যপ্রাচ্যে পৌঁছানোর তথ্য জানিয়েছে। এতে তারা বলেছে, “মিনট বিমান ঘাঁটি থেকে বি-৫২ স্ট্রাটোফোর্টেস স্ট্র্যাটেজিক বোম্বারস ইউএস সেন্ট্রাল কমান্ডারের সামরিক অঞ্চলের পৌঁছেছে।“
শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বিবৃতিতে বোমারুসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে আগামী মাসগুলোতে মার্কিন সামরিক বাহিনীর বি-৫২ বোমারু বিমান, জ্বালানি বিমান ও বিমান বিধ্বংসী ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে।
পেন্টাগনের মুখপাত্র মার্কিন বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ‘‘ইরান, তার অংশীদার অথবা প্রক্সিরা যদি এই মুহূর্তটিকে আমেরিকান কর্মীদের বা ওই অঞ্চলে স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ জনগণ ও স্বার্থকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
এদিকে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তার এমন হুমকির পরই মার্কিনিরা মধ্যপ্রাচ্যে তাদের বোমারু মোতায়েন করেছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত বছর যুদ্ধ শুরু হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই যুদ্ধ এখন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বে পরিণত হয়েছে।
বি-৫২ বোমারু বিমানের কী বৈশিষ্ট্য?
মার্কিন বিমান বাহিনী শত্রুদের ওপর বড় আক্রমণ চালাতে বি-৫২এইচ বোমারু বিমান ব্যবহার করে। এটি একটি বৃহৎ আকারের অত্যন্ত শক্তিশালী বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post