মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট হঠাৎ বন্ধ ও নির্ধারিত সময়ে ই-পাসপোর্ট না পাওয়ায় প্রবাসীদের ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ঘটনায় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কঠোর সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা অনতিবিলম্বে এই ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে।
গতকাল কুয়ালালামপুরের বুকিতবিনতাং এলাকার একটি হোটেলে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের।
মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম বলেন, “এমআরপি পাসপোর্ট বিতরণ বন্ধ করে দেওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিরা চরম বিপাকে পড়েছে। কাগজের সংকট ও অন্যান্য অজুহাতে এই সমস্যার সৃষ্টি হয়েছে।”
এছাড়া, বক্তারা কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে বলেন, “বর্তমানে পাসপোর্ট পেতে প্রবাসীদের ৬ থেকে ৮ মাস অপেক্ষা করতে হচ্ছে, যা অগ্রহণযোগ্য।” তারা আরও উল্লেখ করেন, মালয়েশিয়া সরকার মাত্র ২ ঘণ্টায় পাসপোর্ট দেয়, কিন্তু বাংলাদেশ হাইকমিশন এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রবাসীরা যদি আন্দোলনে নামি এবং রেমিট্যান্স বন্ধ করে দিই, তাহলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই দ্রুত আমাদের সমস্যাগুলো সমাধান করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post