চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশিদের জন্য মোট তিন হাজার ৫৫২টি রেসিডেন্স পারমিট ইস্যু করেছে ইউরোপের দেশ রোমানিয়া।
দেশটির অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৯ হাজার ৭২৭টি প্রথম রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে।
এসব ব্যক্তি কাজের ভিসা, উচ্চশিক্ষা কিংবা পারিবারিক পুনর্মিলন ভিসায় রোমানিয়া এসে প্রথম রেসিডেন্স পারমিট পেতে আবেদন করেছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশ থেকে কাজ ও উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় আসার হার উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে।
আইজিআই বলেছে, প্রথম রেসিডেন্স কার্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে শীর্ষে আছেন দক্ষিণ এশিয়ার দেশ নেপাল থেকে আসা অভিবাসীরা। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা থেকে আসা অভিবাসীরা। আর বাংলাদেশিরা আছেন তালিকার তৃতীয় অবস্থানে।
দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের নাগরিকরা পেয়েছেন দুই হাজার ২৮৮টি রেসিডেন্স পারমিট। এছাড়া পাকিস্তানের নাগরিকরা পেয়েছেন এক হাজার ৪৬টি কার্ড।
এছাড়া মিসরীয়রা এক হাজার ১৮টি, চীনা নাগরিকরা এক হাজার ৮৪টি কার্ড, মরক্কো ৮৩৩টি এবং অন্যান্য দেশের নাগরিকরা পেয়েছেন ৯ হাজার ৭৯৭টি প্রথম রেসিডেন্স পারমিট।
শ্রম ঘাটতি মেটাতে রোমানিয়ার বড় কোম্পানিগুলো বিদেশিদের ওপর নির্ভর করছে। তাছাড়া শেনজেন জোনে প্রবেশ করায় বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য দেশটিতে আসার হার বাড়িয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post