ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের শ্রম অধিদপ্তরের সামনে জড় হওয়া শ্রমিকদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘গত ২৩ শে মে দেশটির উত্তর আল বাতিনাহ প্রদেশের শ্রম অধিদপ্তরের সামনে কাজের দাবিতে জড় হওয়া শ্রমিকদের অতিদ্রুত কাজের ব্যবস্থা করে দিবে মন্ত্রণালয়।”
বিবৃতিতে মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে, ‘‘ওমানি নাগরিকদের সকল সুযোগ সুবিধা প্রদান ও তাদের পরিষেবা দেওয়া মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের কাজের সুযোগ তৈরিতে কাজ করছে মন্ত্রণালয়। এদিকে ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষের জন্য নতুন করে দুই হাজারেরও বেশি ওমানী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে ওমানের শিক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের জানিয়েছে, “শ্রম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে চলতি শিক্ষাবর্ষের জন্য নতুন ওমানি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। এবছর এই নিয়োগ পরীক্ষায় পাশ করেছে দুই হাজার ৩৬৪ জন।” বিবৃতিতে আরও বলা হয়, “নিয়োগে উত্তীর্ণ ওমানি নাগরিকরা জুনের শেষ সপ্তাহে শিক্ষা পোর্টাল ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে চূড়ান্ত ফলাফল জানতে পারবে।”
উল্লেখ্য: ওমানে দিনদিন সংকুচিত হয়ে আসছে প্রবাসীদের শ্রম বাজার। একের পর এক নতুন আইন জারি করছে ওমান সরকার। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে ওমানি নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরি করতে ব্যাপক হারে ওমানি করন করা হচ্ছে। এমতাবস্থায় আগামী দিনগুলোতে প্রবাসীদের জন্য কাজের সুযোগ সুবিধা কমে আসবে দেশটিতে এমন আশংকা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরো দেখুনঃ ওমানে যেভাবে করোনায় মৃত প্রবাসীদের দাফন করা হয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post