চট্টগ্রাম নগরীর চান্দগাও থানাধীন খাজা রোড এলাকায় ওমান প্রবাসী নবী হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় স্বর্ণ, এফডিআর এবং বন্ডের কাগজপত্র সহ প্রায় ১ কোটি টাকার মালামাল চুরি হয়েছে বলে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার গভীর রাতে খাজা রোডের চৌধুরী বাড়ীর মেহেদী নবী ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
ওমান প্রবাসী নবী হোসেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওমান শাখার সভাপতি ও তরুণ সমাজসেবক। ওমান থেকে মুঠোফোনে প্রবাস টাইমকে তিনি বলেন, “আমার নগদ ২১ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। আমি কিছুদিন আগে দেশথেকে ওমান আসি, কিন্তু আসার সময় ড্রয়ারে ১৯১ রিয়াল রেখে এসেছিলাম, চোরেরা আমার সেই ১৯১ রিয়াল নিয়ে গেছে। তারা কিছু রেখে যায়নি। যা পেয়েছে সামনে, সবকিছু নিয়ে গেছে।” ঘটনার সত্বতা নিয়ে চান্দগাও থানার এসআই আবদুল কাদের জানান, চুরির ঘটনায় প্রবাসী নবী হোসেনের বড় ভাই মোহাম্মদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post