মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও মৃতের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। আজ (২৩-মে) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৩ দিনে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫৭ জন এবং মৃতের সংখ্যা ২৬ জন।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিলো ৭৯০ জন এবং মৃত ৯ জন, শুক্রবার আক্রান্ত ৫২৭ জন এবং মৃত ৮ জন, শনিবার আক্রান্ত ৪৪০ জন এবং মৃত ৯ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৩৬৪ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৯৫০ জন।
নতুন ২৬ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ২৬৫ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক গত সপ্তাহের একই সূচক ৯৩ শতাংশে অবস্থান করছে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৭ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৭৩ জন। গত ৩ দিনে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৭ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে বাংলাদেশে করোনায় মৃত্যু কমল অনেক। বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৮ জন। যা গতকালের তুলনায় ১০ জন কম। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৫৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনে।
করোনাভাইরাস নিয়ে রোববার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২০৫ জনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post