যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্যে। তিনি তাঁর এই বক্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে নবীদের কথা টেনেছেন। গত শুক্রবার মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে কথা বলার সময় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী এ কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তিন ঘণ্টার এই আলোচনা অনুষ্ঠানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। ইউটিউবে প্রকাশের এক দিন পরই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ শীর্ষক পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।
ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন এই পডকাস্টে। এ সময় তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে, অঞ্চলটি সম্পর্কে নবী ও ভবিষ্যদ্বক্তারা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা, যেখানে ‘পৃথিবী শেষ হয়ে যাবে। ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, নবীরা বলে গেছেন, কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই। আপনারা তা জানেন, তাই না?
তিন ঘণ্টার এই আলোচনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ইসরায়েল-হামাস যুদ্ধের সময় তেল আবিবকে ‘কিছু না করার জন্য’ বলেছিলেন এই দুজন।
পাশাপাশি, ইসরায়েল বাইডেনের কথা না শুনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় দেশটির প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয়, তারা (ইসরায়েল) যদি বাইডেনের কথা শুনত তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।
এ সময় ট্রাম্প আরও বলেন, ‘বাইডেন এত কিছুতে ভুল করেছেন! আমি মনে করি, এটাও বলতে হবে যে, তিনিও (কমলা হ্যারিস) ভুল করেছেন। কারণ, জানেন তো, তাঁরা সব সময় একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েল তাঁর পরামর্শ অনুসরণ করেনি এটা ভালো বিষয়।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নেতানিয়াহু গাজা ও লেবাননে যা মন চায় করতে পারেন। ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন ‘আপনার যা করতে মনে চায়, করুন। বিষয়টির সঙ্গে পরিচিত ছয়জন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে পোস্ট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post