মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ কমেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বুধবার (১৯-মে) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৬৯৬ জন এবং মৃতের সংখ্যা ৯ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১১৬ জন এবং মৃত কমেছে ৪ জন।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৮০৫ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ১৯৮ জন। নতুন ৯ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ২২৮ জন। গতকালের চেয়ে আজ সুস্থতার সূচক ১ পয়েন্ট বেড়ে বর্তমানে দেশটির সুস্থতার দাঁড়িয়েছে ৯২.৫ শতাংশে।
দেশটির বিভিন্ন হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৩ জন, আইসিইউতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮ জন বেড়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৮১ জন। আজ নতুন সুস্থ হয়েছেন ৬৫৯ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post