বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের দেহে। অপরদিকে ওমানে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৫৮৮ জনের দেহে। আক্রান্তের দিকে বাংলাদেশের তুলনায় ওমানে আক্রান্ত বেশি ২৫৫ জন। ওমান এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত কয়েকদিনের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে তুলনামূলক আক্রান্তের সংখ্যা ওমানের চেয়ে অনেক কম। তবে মৃত্যুর সংখ্যা ওমানের চেয়ে বাংলাদেশে বেশি।
গত ২৪ ঘন্টায় ওমানে ৯ জনের মৃত হলেও বাংলাদেশে মারা গেছেন ২৫ জন। করোনাভাইরাস নিয়ে রোববার (১৬ মে) বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৩০ জনের। এর আগে শনিবার (১৫ মে) দেশে করোনায় ২২ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২৬১ জন।
বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা একশত জনের তালিকা দেখুন এই লিংকে
http://www.probashtime.net/quiz/
এদিকে শনিবার ওমানে শনাক্ত হয় ২৮৩ জন এবং মৃত হয় ৪ জনের। গতকালও ওমানে বেশি আক্রান্ত হলেও মৃতের দিকে বাংলাদেশে ১৮ জন বেশি রয়েছে। ঈদের ছুটি শেষে আজ (রবিবার) প্রথম করোনা আপডেট দিয়েছে ওমানের স্বাস্থ্যমন্ত্রণালয়। ১৬-মে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৭৮৮ জন এবং মৃতের সংখ্যা ৪৫ জন।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিলো ৭০২ জন, বুধবার আক্রান্তের সংখ্যা ৬৭৫ জন এবং বৃহস্পতিবার অর্থাৎ দেশটির ঈদের দিন আক্রান্তের সংখ্যা ছিলো ৫৪০ জন, শুক্রবার আক্রান্তের সংখ্যা ২৮৩ জন এবং গতকাল শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ৫৮৮ জন।
যেখানে গত শনিবার অর্থাৎ ৮-মে নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ৬৩৪ জন। সেখানে গত সপ্তাহের তুলনায় আজ আক্রান্ত কমেছে ৪৬ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫০১ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৩৯১ জন। নতুন ৪৫ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ১৯৩ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯৩ শতাংশে। দেশটির হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৫৫ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭২২ জন।
https://www.youtube.com/watch?v=zVouWyrB5Aw
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post