ভারতের দিকে ধেয়ে আসা আরব সাগরে সৃষ্ট ভয়াবহ ঘূর্ণিঝড় ‘তাউতের’ প্রভাব ওমানে পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে আরব সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভারতের কর্ণাটক রাজ্যের ছয়টি জেলার ৭৩টি গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। এছাড়া হতাহতের ঘটনা ঘটেছে কেরালা রাজ্যেও। সেখানে দুজনের প্রাণহানি ঘটেছে। দুই রাজ্য প্রাণহানি সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। তবে এই ঝড়ের কোনো প্রভাব ওমানে পড়বে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা একশত জনের তালিকা দেখুন এই লিংকে
http://www.probashtime.net/quiz/
রবিবার ওমান আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আরব সাগরের পূর্বদিকে সৃষ্ট নিম্নচাপটি ভারতে আছড়ে পরার সম্ভাবনায় বেশি। এই ঝড়ে প্রভাব ওমানে পড়ার সম্ভাবনা খুব কম। আবহাওয়া বুলেটিন অনুযায়ী, রোববার (১৬ মে) ভোর সাড়ে ৫টার সময় পূর্ব-মধ্য আরব সাগরের উপর অবস্থান করছে তাউতে, যা শেষ ছয় ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
আপাতত এটি গোয়ার পানজিমের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ১৩০ কিলোমিটার, গুজরাটের ভেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৭০০ কিলোমিটার এবং মুম্বাইয়ের দক্ষিণে ৪৫০ কিলোমিটারে দূরে অবস্থিত। আগামী কয়েক ঘণ্টায় তা আরো শক্তিশালী রূপ নিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১৭ মে) সন্ধ্যায় গুজরাট উপকূলের কাছে পৌঁছাবে। মঙ্গলবার (১৮ মে) সকালে পোরবন্দর এবং মাহুভার মাঝখান দিয়ে সেই ঘূর্ণিঝড় গুজরাট উপকূল পার করবে বলে জানিয়েছে ওমান আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post