ওমানে রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়া হলেও করোনা সর্তকতায় এবং এই ভাইরাস মোকাবেলায় সকল নাগরিক ও প্রবাসীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এক বিবৃতিতে সুপ্রিম কমিটি জানিয়েছে, “শনিবার থেকে ওমানের কারফিউ তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যক্তি ও যানবাহন প্রয়োজনে রাতে চলাচল করতে পারবে। একই সাথে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশের শর্ত সাপেক্ষে দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান ভোর ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
এছাড়াও রেস্তোঁরা এবং ক্যাফেতে প্রবেশের সময় কেবল গ্রাহকদের ৫০ শতাংশ প্রবেশ করার অনুমতি পেয়েছে। দেশটির সকল সরকারী অফিস-আদালতে ৫০ শতাংশ কর্মচারী উপস্থিত হতে পারবেন। তবে যে সকল কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হবেন তাদের অবশ্যই সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠান আজ থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে অবশ্যই তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে ঈদের ছুটি শেষে আজ থেকে পুনরায় খুলছে ওমানের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে পূর্বের ন্যায় দূতাবাসের সকল সেবা নিতে পারবেন ওমানের বাংলাদেশী প্রবাসীরা।
এদিকে ওমানে করোনা মহামারি নিয়ন্ত্রণে সামাজিক, পারিবারিক ও সাংগঠনিক সকল ধরনের জনসমাবেশ না করার আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। একই সাথে করোনা প্রতিরোধে সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি)এক বিবৃতিতে জানিয়েছে, “করোনা প্রতিরোধে জনসমাগম রোধে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। তাই জনসাধারণকে সুপ্রিম কমিটির সকল সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post