ফিলিস্তিনি মায়েদের আর্তনাদে ভারী হয়ে উঠছে গাজা উপত্যকার বাতাস। ইসরায়েলি আগ্রাসনে খালি হচ্ছে একের পর এক মায়ের কোল। আহত হয়ে হাসপাতালেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বহু শিশু। সন্তানকে বুকে আগলে রেখে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় মায়েরা। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত এমন হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইতিমধ্যেই বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠছে।
অসহায় ফিলিস্তিনিদের সাহায্যে অনুদান সংগ্রহ করছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। অনিক (ONEIC) মোবাইল অ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই ৮০ হাজার ওমানি রিয়াল অনুদান সংগ্রহ হয়েছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ অর্থ। ওমানে অবস্থানরত যেকোনো ব্যক্তি চাইলে দেশটির জাতীয় বিল পরিশোধের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম অনিক (ONEIC) মোবাইল অ্যাপের মাধ্যমে অনুদান দিতে পারবেন। অনুদান দিতে নিচের ছবির উপর ক্লিক করে অনিক (ONEIC) মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুস্বরন করুনঃ-
ফিলিস্তিনের জন্য সাহায্য করতে ওমান প্রবাসীরা এই ছবির উপর ক্লিক করুন
অনুদান সংগ্রহের পাশাপাশি ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ওমান। শনিবার (১৫-মে) আরব আন্তঃ সংসদীয় ইউনিয়নের (এআইপিইউ) জরুরী বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর চাপ তৈরির আহ্বান জানিয়েছে ওমানের মজলিস আল শূরার চেয়ারম্যান শাইখ খালিদ বিন হিলাল আল মাওয়ালি। ফিলিস্তিনি জনগণকে সমর্থন, তাদের অধিকার আদায় এবং ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধের দাবী জানায় ওমান।
বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা একশত জনের তালিকা দেখুন এই লিংকে
http://www.probashtime.net/quiz/
শনিবার (১৫-মে) আরব আন্তঃ সংসদীয় ইউনিয়নের (এআইপিইউ) জরুরী বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর চাপ তৈরির আহ্বান জানিয়েছে ওমানের মজলিস আল শূরার চেয়ারম্যান শাইখ খালিদ বিন হিলাল আল মাওয়ালি। ফিলিস্তিনি জনগণকে সমর্থন, তাদের অধিকার আদায় এবং ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধের দাবী জানায় ওমান।
এদিকে, গতকাল (১৫-মে) স্থানীয় সময় শনিবার রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে স্মরণকালের সেরা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় কাতারি নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের বন্ধের দাবিতে এই প্রথম মধ্যপ্রাচ্যের গালফ ভুক্ত রাজতন্ত্রের দেশ কাতারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। বিক্ষোভ যোগ দিয়েছেন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। ইসরায়েলই ইহুদিদের অমানবিক নিষ্ঠুর জুলুম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।
কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ফিলিস্তিনের গাজার কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার পড়, কাতার প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভে সমাবেশ অনুষ্ঠিত হল। যদিও এইরকম কোন বিক্ষোভে সমাবেশ আর কোন দিন কাতারে অনুষ্ঠিত হয়নি।
এদিকে গাজায় সংবাদমাধ্যম কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। শনিবার (১৫ মে) এক ঘণ্টা সময়সীমা বেধে দেওয়ার পর আলজাজিরা, এপিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি কার্যালয় উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আল-জাজিরা বলছে, সরেজমিনে প্রতিবেদন ও ঘটনাস্থলের তথ্য বিশ্ববাসীকে জানাতে পবিত্র দায়িত্ব পালন থেকে সাংবাদিকদের বাধা দিতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ইসরায়েলি সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে সম্ভাব্য সব পথ অবলম্বনের অঙ্গীকার করেছে আল-জাজিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post