ওমানে করোনা প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞা শিথিলে আজথেকে দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্রাহকরা রাত ৮ টা পর্যন্ত দোকানে প্রবেশের অনুমতি পাবে। তবে বাণিজ্যিক কমপ্লেক্স, দোকান, রেস্তোরা এবং ক্যাফেগুলিতে ৫০ শতাংশ গ্রাহক উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কমিটির নতুন এই সিদ্ধান্তটি আজ (১৫-মে) থেকে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা।
বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা একশত জনের তালিকা দেখুন এই লিংকে
http://www.probashtime.net/quiz/
শনিবার ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানাগেছে, আজ থেকে ওমানের সকল প্রদেশে রাত ৮টার পর থেকে ভোর ৪ পর্যন্ত সকল ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্বের ন্যায় বন্ধ থাকবে। এদিকে রবিবার থেকে পুনরায় বাস সেবা চালু চালুর ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় বাস পরিসেবা প্রতিষ্ঠান মাওয়াসালাত। শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্ত নগর ও সালালাহ রুট সহ পূর্বের বন্ধ হওয়া রুটে আগামীকাল (১৬-মে) থেকে পুনরায় বাস চালু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post