ওমানে করোনা মহামারির পর থেকে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে দেশটির একজন ওমানি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪-মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই স্বাস্থ্যকর্মীর নাম শানুনাহ আল নুমানি। তিনি প্রথম স্বাস্থ্যকর্মী যিনি দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. আহমদ বিন মোহাম্মদ আল সাইদী এবং স্বাস্থ্য-বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।” বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ‘‘এর আগে করোনায় আক্রান্ত হয়ে দুই প্রবাসী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলেও ওমানি স্বাস্থ্যকর্মীর এটি প্রথম মৃত্যু। তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়। একইসাথে পরিজনকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post