করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় ওমানের লকডাউন শিথিল করলো দেশটির সুপ্রিম কমিটি। বৃহস্পতিবার (১৩-মে) সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫-মে অর্থাৎ শনিবার থেকে সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে ওমানের সকল অঞ্চলে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে। শুধুমাত্র ফুড স্টাফ ও রেস্টুরেন্ট খোলা রাখতে পারবে।
কমিটি আরো জানিয়েছে, দিনের বেলায় পূর্বের ন্যায় দোকানপাট এবং রেস্টুরেন্টে ৫০ শতাংশের বেশি কাস্টমার প্রবেশ করতে পারবেনা। একইসাথে অফিস আদালতে কর্মচারী সংখ্যা কমিয়ে পুনরায় চালু করতে পারবে, তবে ৫০ শতাংশের বেশি লোক নিয়ে অফিস করা যাবেনা, বাকি ৫০ শতাংশ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।
সুপ্রিম কমিটি দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন এবং নাগরিক ও প্রবাসীদের সুপ্রিম কমিটির আইন মেনে চলতে বলা হয়েছে। একইসাথে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হুশিয়ারি দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post