ওমান ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৩-মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হলেও ওমানে ২৯ রোজা হয়েছে। দেশটিতে বাংলাদেশের সাথে রোজা শুরু হলেও এবছর ঈদ হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে।
আরব নিউজ, গালফ নিউজ, ওমান নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। বুধবার ওমানের জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে ওমানের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছরও ওমানে কোনো ধরনের জনসমাগমের আয়োজন করা যাবেনা। ঈদের দিন সকল ধরনের জনসমাগম প্রতিরোধে সারাদেশে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। তবে সৌদি ও দুবাইতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করতে হবে বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতে মসজিদে এবার ঈদের নামাজ জামাতে আদায়ের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে করোনার প্রতিরোধে ১৫ মিনিটের মধ্যে জামাত শেষ করাসহ বেশ কয়েকটি বিধিনিষেধও দেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে আমিরাত সরকার বিভাগজুড়ে জামাতের সময় ঘোষণা করেছে। সময় হলো- আবুধাবি ভোর ৫:৫৭, দুবাই ৫:৫২, শারজাহ ৫:৫১, আলআইন ৫:৫১, আজমান ৫:৫১, ফুজিরা ৫:৪৮, উম্মে আল কুইন ৫:৫০ ও রাস আল খাইমা ৫:৪৮ ।
সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে জনসমাগম করলে জরিমানার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১১ মে) জাতীয় দুর্যোগ ও নিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সংক্রমণ প্রতিরোধে আমিরাতে জনসমাগম নিষিদ্ধ রয়েছে। ঈদকে কেন্দ্র করে জনসমাগম সৃষ্টি করলে ১০ হাজার দিরহাম জরিমানা করা হবে। জনসমাগমের আয়োজকে ১০ হাজার দিরহাম জরিমানার পাশাপাশি সব অতিথিকে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। এদিকে, আবুধাবির প্রশাসন জনসমাগম দেখলে ৮০০২৬২৬ নম্বরে জানাতে বলা হয়েছে।
করোনা পরিস্থিতিতে ওমানে কারফিউ জারি থাকায় গত বছরের ন্যায় এবছরও ওমানে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হবে। এদিকে বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার (১৪ মে) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post