কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের দাবিতে ৬ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। এ খবরে নিখোঁজ প্রেমিক নাদিমকে খুঁজে প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
প্রেমিক নাদিম মিয়া (২৬) পৌর শহরের চণ্ডিবের উত্তর কান্দাপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। প্রেমিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের মাইচপাড়া এলাকার বাসিন্দা।
এদিকে প্রেমিকা আসার খবরে প্রেমিক লাপাত্তা হয়ে আছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে ভৈরব উপজেলা প্রশাসন খোঁজ নিতে যান।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে ছিল ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা।
এদিকে প্রেমিকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তার বাবা শাহজাহান মিয়াকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রেমিকার বাবা।
প্রেমিকার বাবা ইউএনওকে জানান, ছয় দিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ঘুরাচ্ছেন ছেলে পরিবার।
ছেলে কোথায় আছে এখনো কোনো খোঁজ মিলছে না। তাই বিয়ে দিতে পারছেন না বলে দাবি নাদিমের পরিবারের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি জানান, ২৩ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে নাদিমের পরিবার ও স্থানীয়দের। নির্ধারিত সময়ের মধ্যে নাদিমকে খুঁজে বের করে প্রেমিকার সঙ্গে বিয়ে না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে নাদিমের সঙ্গে কিশোরীর সম্পর্ক। প্রথম দিকে মুঠোফোনে তাদের যোগাযোগ ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। ১৫ দিন যাবত নাদিমের সঙ্গে কিশোরীর কোনো যোগাযোগ নেই। পরে তার সন্ধানে বাড়িতে এসে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে নাদিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post