করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সম্প্রতি মাস্কাটে এই ভাইরাস থেকে সকল সাধারণ জনগণকে সতর্ক করতে ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা দোকান পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি সরকারের স্বাস্থ্যবিধি না মানে তাহলে তাদের বিরুদ্ধে মাস্কাট কর্তৃপক্ষ ৫০০ ওমানি রিয়াল জরিমানা করবে।
শুক্রবার অনলাইনে জারি করা এক বিবৃতিতে মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে যে, দেশটির সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৫০০ ওমানি রিয়াল জরিমানা করা হবে ও দোকানটি তিন দিনের জন্য বন্ধ রাখা হবে। আগামী দুই মাসের মধ্যে এই আইন পুনরায় অমান্য করলে সর্বোচ্চ দুই হাজার ওমানি রিয়াল ও ১০ দিনের জন্য দোকান বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ওমানের জনশক্তি মন্ত্রণালয়ের কঠোর হুঁশিয়ারি
এদিকে দেশটিতে বেশকিছুদিন যাবত করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গত ২দিনে করোনার সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা নিয়ন্ত্রণে রাখতে বেশ কঠোর অবস্থানে দেশটির সুপ্রিম কমিটি।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post