অবশেষে প্রবাস টাইমের উদ্যোগে এবং টিকিটসেবা ডটকমের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার সময় শেষ হলো। পূর্বের উল্লেখিত সময় অনুযায়ী ১০ মে রাত ১২ টায় শেষ হয়েছে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা। অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতার আয়োজন হলেও প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ হাজার প্রবাসী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
যাদের মধ্যে প্রায় ৫ হাজার জনই ৬০ শতাংশ সঠিক উত্তর দিয়েছেন। ৯০ শতাংশ সঠিক উত্তর দিয়েছেন প্রায় এক হাজার প্রতিযোগী। ৯৯ শতাংশ সঠিক উত্তর দিয়েছেন প্রায় একশো প্রতিযোগী, তবে শতভাগ সঠিক উত্তর দিয়েছেন মাত্র ৩ জন। নিয়ম অনুযায়ী এই তিন জনের মধ্যে লটারি হবে আজ বাংলাদেশ সময় রাত ১১ টায়। উক্ত লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ঘোষণা করা হবে। পুরষ্কার ঘোষণা করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম সুমন ও ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল হাসান।
এই প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসীদের সম্পর্কে আমাদের নতুন ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে। সারাদিন পরিশ্রমের পরেও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশ এবং ইতিহাস নিয়ে এতো খবর রাখেন, তা আসলেই অনেক আশা জাগায়। প্রবাসীদের যারা কামলা ভাবেন, তাদের জন্য অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই ফলাফল!
প্রবাস টাইম প্রমাণ করতে চায়, আমাদের প্রবাসীরা কামলা নয়, তারাই প্রকৃত সোনার ছেলে। যারা দেশের জন্য বিদেশের মাটিতে দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। সেইসাথে বিদেশের মাটিতে লাল সবুজের পতাকার মান উজ্জ্বল করছেন আমাদের এই প্রবাসীরা। প্রবাস টাইমের এই কুইজ প্রতিযোগিতায় যারা-ই অংশগ্রহণ করেছিলেন, সকলের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা রইলো।
উল্লেখ্য: বঙ্গবন্ধু অনলাইন কুইজ প্রতিযোগিতার সহযোগিতায় ছিলো বাংলাদেশের খ্যাতিমান প্রতিষ্ঠান টিকিটসেবা ডটকম ও ওমানের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি ফ্রেন্ডি মোবাইল। এ প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী পাবেন টিকিট সেবা ডটকমের পক্ষথেকে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট অথবা সমপরিমাণ নগদ অর্থ। দ্বিতীয় স্থান অরজনকারী পাবেন প্রবাস টাইমের পক্ষথেকে ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট অথবা সমপরিমাণ নগদ অর্থ। তৃতীয় স্থান অরজনকারী পাবেন ফ্রেন্ডি মোবাইলের পক্ষথেকে ২৫ রিয়ালের রিচার্জ।
আগামীকাল এই লিংকে ফলাফল দেখা যাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post