ওমানে করোনা পরিস্থিতি প্রতিরোধে দেশটিতে সকল ধরণের জনসমাগম ও বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোরভাবে বিধিনিষেধ জারি করেছে দেশটির সুপ্রিম কমিটি। কিন্তু কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি এখনো সঠিকভাবে মানছে না দেশটির অনেক নাগরিক এমন চিত্র উঠে এসেছে দেশটির জাতীয় গণমাধ্যমে। দিনদিন বেড়েই চলছে সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধি অমান্য করার ঘটনা। তাই সুপ্রিম কিমিটির স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা রোধে অমান্য-কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
এদিকে ওমানের দক্ষিণ আশ শারকিয়াহ অঞ্চল থেকে সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের দায়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। আটককৃতরা রাস্তায় জনসাধারণের চলাচলে বিঘ্নিত করে গাড়ি চালিয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে করোনা নিয়ন্ত্রণে নিতে আসন্ন ঈদকে কেন্দ্র করে গত বছরের ন্যায় এবছরও বেশ কড়াকড়ি আরোপ করেছে ওমান সরকার। ওমান সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দেশটির সকল সমুদ্র সৈকত, পাবলিক পার্ক সহ সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে সকল ধরনের জনসমাগমের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কমিটি। এই সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post