করোনার কারণে গতবারের মতো এবারের ঈদও সাদামাটাভাবে পালন করবেন ওমান প্রবাসীরা। নিজেরা ঈদের কেনাকাটা না করলেও দেশে থাকা আত্মীয়স্বজনদের জন্য অর্থ পাঠাচ্ছেন এমনটি জানিয়েছেন তারা। এবারের ঈদকে সামনে রেখে এপ্রিল মাসেই ২০৬ কোটি ৭০ লাখ (২ দশমিক শূন্য ৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের এপ্রিল মাসের চেয়ে ৮৯ দশমিক ১১ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রবাহে এত বেশি প্রবৃদ্ধি এর আগে কখনই হয়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্স পাঠান। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আত্মীয়-স্বজনরা যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন এজন্য প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, আর তাদের রেমিট্যান্সের ওপর ভর করেই রিজার্ভ বাড়ছে।
সিয়াম সাধনার মাস রমজান শেষের পথে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। মহামারি করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আর দিন কয়েক পরেই। তবে মহামারী করোনার কারণে গতবারের মতো এবারও ঈদের তেমন কোনো প্রস্তুতি লক্ষ করা যায়নি ওমান প্রবাসীদের মাঝে।
করোনা নিয়ন্ত্রণে নিতে ইতিমধ্যেই দেশটির সরকার কারফিউ ঘোষণা করেছে। গত বছরের ন্যায় এ বছরও ঈদগাহে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে ওমান সরকার। একইসাথে ঈদের দিন কোনো প্রকার জনসমাগম না করতে নির্দেশনা জারি করেছে। সমুদ্র সৈকত এবং অন্যান্য পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এবারের ঈদের আমেজ তেমন একটা দেখা যাবেনা এমনটি জানিয়েছেন ওমান প্রবাসীরা। কোনরকম সাদামাটাভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ওমানের প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post