ওমানে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেশটির মজলিস আশ শূরা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কমিটির চেয়ারম্যান খালিদ নাসির আল মাওয়ালির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদের উপ-প্রধানমন্ত্রী সৈয়দ ফাহাদ বিন মাহমুদ আল সাইদসহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা।
বৈঠকে দেশটির সকল প্রদেশে সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা, দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা ও কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারের আইন বাস্তবায়ন করাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে সাইয়্যিদ ফাহাদ নাগরিকদের স্বাস্থ্য-সুরক্ষা বাস্তবায়নের মজলিস আশ শূরার ভূমিকার প্রশংসা করেন।
শূরা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ইয়াকুব বিন মোহাম্মদ আল হারথি ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘‘মন্ত্রীপরিষদের উপ-প্রধানমন্ত্রী এবং শূরা কাউন্সিলের বেশ কয়েকজন সিনিয়র সদস্যের সাথে বৈঠক করা হয়েছে। বৈঠকে যে তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো:
১. শূরা কাউন্সিল এবং মন্ত্রিপরিষদের মধ্যে রাষ্ট্রের সাধারণ আইন এবং ওমান কাউন্সিলের আইন অনুসারে সহযোগিতা আরো জোরদার করা।
২. জাতীয় কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারের আসন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা।
৩. করপোরেট খাতে সরকারের পরিকল্পনা।
বৈঠকে ওমানিদের কর্মসংস্থানের জন্য বেশ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন আল হারথি। অর্থাৎ ওমানিকরনের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ওমান এটা আরো স্পষ্ট হলো এই বৈঠকে। এতে করে আগামীতে ওমানে প্রবাসীদের শ্রম বাজার আরো সংকুচিত হবে বলে ধারণা অভিবাসন বিশেষজ্ঞদের।
বৈঠকে ওমানের বর্তমান অবস্থা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সাথে থেকে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বিশ্বব্যাপী করোনা মহামারি ও এর চ্যালেঞ্জগুলি নিয়েও পর্যালোচনা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post