প্রতিবছরের ন্যায় এবছরও আসন্ন পবিত্র ঈদের পূর্বে ৪৬৬ জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। ওমানের ৩৪ টি আদালতের সমন্বয়ে গঠিত ‘ফাক-কুর্বা’র উদ্যোগে দেশটির বিভিন্ন কারাগার থেকে ৪৬৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। মুক্তি দেওয়া নাগরিকদের বিভিন্ন অপরাধে আটক করে ছিলো রয়েল ওমান পুলিশ(আরওপি)।
মুক্তি প্রাপ্ত ৪৬৬ জনের মধ্য ৭৮ জন প্রবাসী রয়েছে, তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনো জানা যায়নি। বাকি ৩৮৮ জন ওমানী নাগরিক। যার মধ্যে ৩৯ জন মহিলা রয়েছেন বলে জানাগেছে। মুক্তিপ্রাপ্ত নাগরিকদের মধ্যে মাস্কাট থেকে মুক্তি পেয়েছেন ১২৮ জন, দক্ষিণ আল বাতিনায় ৬০ জন, উত্তর আল বাতিনায় ৮৯ জন, দক্ষিণ আশ শারকিয়াতে ২২ জন, উত্তর শারকিয়াতে ৬২ জন, আল দাখিলিয়াতে ৩৭ জন, আল ধাহিরাতে ৩১ জন, আল বুড়াইমিতে ২৬ জন, মুসান্দামে ৮ জন এবং আল ওস্তায় ৩ জন।
ওমান সরকারের এমন উদ্যোগ কারাবন্দীদের তাদের পরিবারের সাথে সচ্ছল জীবনযাপনের চেষ্টা এবং কারাগার নিয়ে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য: ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই দেশটির জাতীয় বিজয় দিবস এবং ঈদের সময় সাজাপ্রাপ্ত কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশটির বর্তমান সুলতান হাইথাম বিন তারেক তিনিও গত এক বছরে সহস্রাধিক কারাবন্দীকে মুক্তি দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post