সুদানের মধ্যাঞ্চলীয় ওয়াদ মাদানি শহরের একটি মসজিদে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দু’দিন আগে বিমান হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার মানবাধিকার কর্মীদের স্থানীয় একটি কমিটি জানিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহায়তা কার্যক্রম সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক গোষ্ঠীর একটি ওয়াদ মাদানি প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ভোরের দিকে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কমিটি বলেছে, রোববার মাগরিবের নামাজের পরপরই খার্তুমের দক্ষিণে আল-জাজিরা রাজ্যের রাজধানীর একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটেছে।
সেনাবাহিনী হামলায় ব্যারেল বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ওয়াদ মাদানি প্রতিরোধ কমিটি। হামলায় নিহতদের বেশিরভাগের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। উদ্ধারকারীরা পুড়ে বিকৃত হয়ে যাওয়া কিছু লাশ উদ্ধার করেছেন।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। এই দুই বাহিনীর সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটিতে চলমান সংঘাতে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
মধ্য-সুদানের কৃষিপ্রধান আল-জাজিরা রাজ্যে নৃশংস যুদ্ধে লিপ্ত রয়েছে ওই দুই বাহিনী। গত বছরের শেষের দিক থেকে রাজ্যটি আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ এবং ত্রাণ সহায়তা আটকে দেওয়া কিংবা লুটপাটের অভিযোগে উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে।
বিশেষ করে আরএসএফের বিরুদ্ধে আল-জাজিরাসহ সুদানজুড়ে ব্যাপক লুটপাট, গ্রাম অবরোধ এবং পদ্ধতিগত যৌন সহিংসতা চালানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post