পরমাণু অস্ত্র কিংবা বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত ইউরেনিয়াম প্রকৃতিতে তেমন একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও তা সংগ্রহে বিভিন্ন দেশের সরকার কড়াকড়ি আরোপ করে। এই মৌলিক পদার্থই কিনা মিলছে পানিতে!
ভারতের ছত্তিশগড়ে এমনটাই দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সম্প্রতি ছত্তিশগড়ের অন্তত ৬টি জেলার খাওয়ার পানিতে মিলেছে ইউরেনিয়াম। এতে যে মাত্রার ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে, তা মানুষের দেহের জন্য ক্ষতিকর। এসব পানি খেলে হতে পারে ক্যানসারের মতো জটিল রোগ।
এনডিটিভি বলছে, ছত্তিশগড়ের ৬ জেলার খাওয়ার পানিতে যে মাত্রায় ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া মানদণ্ডের প্রায় চারগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি লিটার পানিতে ইউরেনিয়াম যদি ১৫ মাইক্রেোগ্রাম কিংবা তার বেশি থাকে তাহলে তা ক্ষতিকর। তবে ভারতে এই মানদণ্ড ৩০ মাইক্রোগ্রাম। ছত্তিশগড়ের ৬ জেলার খাওয়ার পানিতে ইউরেনিয়াম ভারতের মাত্রাকেও ছাড়িয়ে গেছে।
এ নিয়ে ২০১৭ সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল, ভারতের বিভিন্ন জায়গার পানিতে তাদের দেওয়া মানদণ্ডের প্রায় দ্বিগুণ ইউরেনিয়াম থাকতে পারে। এ নিয়ে ভারতে গবেষণা হচ্ছে কয়েক বছর ধরেই। তাতে এর প্রমাণও মিলছে।
গত জুনে একটি গবেষণা প্রকাশ করেছে ভারতের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তাতে পাওয়া যায়, ছত্তিশগড়ের ৬ জেলার খাওয়ার পানিতে প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম রয়েছে।
এবার পরীক্ষা করে জানা গেল, ছত্তিশগড়ের দুর্গ, রাজনন্দগাঁও, কাঙ্কের, বেমেতারা, বালোদ ও কাওয়ার্ধা থেকে আনা খাওয়ার পানির নমুনা পরীক্ষায় প্রতি লিটারে ১০০ মাইক্রোগ্রামের বেশি ইউরেনিয়ামের মাত্রা পাওয়া গেছে। এই ফল দ্বিতীয়বার যাচাই করে রাজ্যটির জনস্বাস্থ্য বিভাগ। তাতেও এমন ফল পাওয়া যায়।
ছত্তিশগড়ের একটি গ্রামের প্রধান দানেশ্বর সিনহা বলেন, ‘এই গ্রামে পানির আর কোনো উৎস নেই। একদিন আমরা জানতে পারলাম এতে নাকি ক্ষতিকর মাত্রায় ইউরেনিয়াম রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা করে এটি বের করেছে। এরপর পানির আরেকটি উৎস বের করা হয়েছে। কিন্তু তাতে ইউরেনিয়াম রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এই ৬ জেলার পানির নমুনা নিয়ে গবেষণা করেছে ভিলাই ইনস্টিটিউট অব টেকনোলজি। তারাও প্রতি লিটার পানিতে ৮৬ থেকে ১০৫ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post