ওমানে মহামারী করোনায় গত ২৪ঘন্টায় নতুন ১৫৪ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪২ ওমানি নাগরিক এবং বাকি ১১২ জনই প্রবাসী। গত ২৪ঘন্টায় ২জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা ১৫। এখন পর্যন্ত ওমানে মোট আক্রান্ত ৩১১২ জন এবং সুস্থ হয়েছেন ১০২৫জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।
[the_ad id=”652″]
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমানে এখন পর্যন্ত মোট ৫০ হাজারের অধিক করোনা পরীক্ষা করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, দেশটিতে প্রায় ১০৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। ওমানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানে করোনাভাইরাস এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি তাই এই ভাইরাস মোকাবেলায় আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে এবং অন্যের জীবনকে বিপন্ন করা যাবে না।
মন্ত্রী বলেন, বর্তমানে ওমানের হাসপাতালে করোনায় চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন ও আইসিইউতে রয়েছেন ২২ জন। তিনি আরও বলেন, দেশটিতে ১০৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। যাদের ৮০ শতাংশ কমিউনিটি ক্লাস্টারে সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুনঃ ওমান থেকে ফেরত আনা হচ্ছে এক ব্ল্যাকমেইলকারী প্রবাসীকে
এসময় ড. আমাল আল মাআনী বলেন, ওমানে স্টিম সেল থেরাপি নিয়ে এখনো গবেষণা চলছে। করোনা মোকাবেলায় অতিদ্রুত প্রতিষেধক তৈরি করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা যেকোনো সময় বাড়তে পারে। তাই সকল জনগণকে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়। ইতিমধ্যেই ওমানে এই বছর সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ঘোষণা করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রামণের হার কমবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post