করোনার কারণে শনিবার (২৪ এপ্রিল) থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সাথে ওমানের বিমান চলাচল বন্ধ ঘোষণা করলেও এই সময়ে এই ৩ টি দেশের সাথে ফ্লাইট চালু রাখবে ওমানের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ওমান এয়ার। শুক্রবার দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমান এয়ারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে নিয়মিত বিমান চলাচল অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এই তিনটি দেশের নাগরিকদের ওমানে আসা নিষিদ্ধ ঘোষণা করলেও ওমান এয়ার ফ্লাইট চলাচল অব্যাহত রাখবে। পাকিস্তান ও ভারত ওমানের ফ্লাইট বন্ধের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি না করায় উক্ত দুই দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। তবে মাস্কাট টু ঢাকা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছেন ওমান এয়ারের এই কর্মকর্তা।
উল্লেখ্য: ওমানে করোনা নিয়ন্ত্রণে ২৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সাথে বিমানচলাচল বন্ধের ঘোষণা দেয়। সেইসাথে পূর্বের নিষেধাজ্ঞা জারিকৃত দেশ থেকেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমানের সাথে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারবেনা বলে জানিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post