ওমান থেকে লকডাউনের মধ্যে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রথমবারের মতো বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিয়ে বিড়ম্বনা দেখা দিয়েছে। টিকিট বুকিংয়ের সঙ্গে হোটেল বুকিং করতে হবে কিনা এ নিয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। এ নিয়ে বাড়তি ঝামেলায় পড়েছেন ওমান প্রবাসীরা। নতুন করে কেউ টিকিট না কাটলেও আগে থেকে যাদের টিকেট কাটা রয়েছে তারা এখন ঘুরছেন বিভিন্ন ট্রাভেলস অফিসগুলোতে সঠিক তথ্যের আশায়।
ওমান থেকে নাজমুল সুমন নামে এক প্রবাসী প্রবাস টাইমকে বলেন, “আমরা ওমান থেকে করোনা পরীক্ষা করে যাওয়ার পরেও কেনো আমাদের ১৪ দিন হোটেলে থাকতে হবে? প্রবাসীদের প্রতি সরকারের কি একটুও সহানুভূতি নেই? আমরা প্রবাসী হয়েও দেশ থেকে ওমান আসলে মাত্র ৭ দিন হোটেলে কোয়ারেন্টাইন করলে যেখানে হয়ে যায়, সেখানে নিজ দেশে যেয়েও আমাদের ১৪ দিন কোয়ারেন্টাইন করতে হবে, যা খুবই দুঃখজনক!”
নাজমুল আক্ষেপ করে বলেন, “ওমান তাদের নিজ দেশের নাগরিকদের জন্য হোম কোয়ারেন্টাইনের সুযোগ দিয়েছে। শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন করলেও ফ্যামিলি ভিসাধারী প্রবাসীদের জন্য ছাড় দেওয়া হয়েছে। আর আমাদের নিজের দেশে যেয়েও ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে, যা কোনো ভাবেই মেনে নেওয়া যায়না।”
এদিকে সাইফুল নামে আরেক ওমান প্রবাসী বলেন, “অবৈধ থাকার কারণে দীর্ঘ ৭ বছর দেশে যেতে পারিনি, আউটপাশ নিয়ে দেশে যাওয়ার জন্য টিকিট কনফার্ম করে করোনা পরীক্ষা করে ১৫ তারিখের ফ্লাইটের জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু অবশেষে ফ্লাইট বাতিল হওয়াতে আর যেতে পারিনি! আমার ছেলেটা খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি। ওর আম্মু (সাইফুলের স্ত্রী) বলতেছে ছেলে নাকি তার আব্বুকে দেখতে চাচ্ছে………” এই বলেই সাইফুল কান্নায় ভেঙে পড়েন!
এদিকে খোজনিয়ে জানাগেছে, এই মুহূর্তে দেশে এসে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইন করতে কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হবে প্রবাসীদের। যা ওমান প্রবাসী অনেকের ৩ মাসের উপার্জন। এ ছাড়াও টিকেট খরচ, করোনা পরীক্ষা সহ আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে প্রায় এক লাখ টাকার মতো খরচ পড়বে একজন প্রবাসীর ওমান থেকে দেশে ফিরতে। এমতাবস্থায় হোটেল কোয়ারেন্টাইন শিথিল করে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করার সুযোগ চেয়ে সরকারের কাছে দাবী জানিয়েছেন ওমান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post