বিশেষ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা কাটলেও দেশের মধ্যে রাজধানীতে আসতে যাত্রাপথে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসীদের। লকডাউনে কোথাও কোথাও পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কর্মীরা। এমনিতেই লকডাউনে বন্ধ সব ধরনের পরিবহন। কয়েক গুণ বেশি ভাড়ায় প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা বা অ্যাম্বুলেন্স চড়ে প্রবাসী কর্মীদের আসতে হচ্ছে রাজধানীর বিমানবন্দরে।
যানবাহন কম থাকায় অনেকেই একবার রিকশা একবার গাড়ি এভাবেই পথে ভেঙে ভেঙে আসছেন তারা। সেই সঙ্গে পুলিশের হয়রানি দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তাই প্রবাসীদের জন্য জেলাভিত্তিক যানবাহনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিমানবন্দরে আসা এক প্রবাসী শ্রমিক।
এদিকে এয়ারলাইন্সগুলো যাত্রার ছয় ঘণ্টা আগে আসতে বললেও যাত্রীদের চেক ইনের আগে ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখায় দুর্ভোগে পোহাতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসীদের। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রবাসীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। তারা বলেন, জেলা শহর থেকে লকডাউনের মধ্যে রাজধানীতে আসতে গুনতে হয়েছে দিগুণ টাকা। তারপরও বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চেকিংয়ে। এই সমস্যা সমাধানে সরকারের কাছে দাবী জানিয়েছেন প্রবাসীরা।
এদিকে লকডাউন চলাকালীন সময়ে চেকপোস্টে পুলিশি হয়রানী এড়াতে বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুক যাত্রীদের উদ্দেশ্যে এক নোটিশ জারি করেছেন বাংলাদেশ পুলিশ। সোমবার (১৯-এপ্রিল) পুলিশের পক্ষথেকে জানানো হয়, বাংলাদেশে চলমান লকডাউন পরিস্থিতির কারণে বাংলাদেশ হতে আন্তর্জাতিক সকল রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত অসংখ্য বাংলাদেশীদের সার্বিক বিষয়াবলী বিবেচনায় বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে জরুরী ভিত্তিতে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীদের ফ্লাইট সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্তের আওতায় ইতোমধ্যে বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সিংগাপুর রুটে বিমান চলাচল শুরু হয়েছে। যারা উপরোক্ত দেশ সমূহে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন, তাদের মধ্যে রয়েছে, প্রবাসী শ্রমিক যারা ছুটিতে বাংলাদেশে এসে আটকা পড়েছেন তারা ওয়ার্ক পারমিট/আকামা দেখিয়ে যেতে পারবেন।
এ ছাড়াও ভিজিট ভিসায় গমনেচ্ছু যাত্রীরা ইমিগ্রেশন কার্ড নিয়ে শুধুমাত্র কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। এক্ষেত্রে বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি যাত্রী, এয়ারলাইনস এবং ইমিগ্রেশনকে সাহায্য করবেন। এই দুই ক্যাটাগরি ব্যতীত এই মুহূর্তে বিশেষ ফ্লাইটের মাধ্যমে উল্লেখিত ৫ টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন না বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post