ওমানের ধোফার অঞ্চল সালালার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় অত্র অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে সুপ্রিম কমিটি। করোনা প্রতিরোধে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে এই লকডাউন। যেখানে দেশটির অন্যান্য প্রদেশে লকডাউনের সময়সীমা রাত ৯টা থেকে ভোর ৪ টা পর্যন্ত।
করোনা প্রতিরোধে পরিবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে এই লকডাউন। নতুন এই সিদ্ধান্তে অত্র অঞ্চলে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা নাগাদ সকল ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে। সেইসাথে মানুষের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবায় নিয়োজিত গাড়ি, কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি), খাদ্য শস্য ও খাদ্য দ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা (কোভিড-১৯ এর টিকা প্রদান), বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহ, টেলিফোন, ইন্টারনেট সেবা, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারী ও যানবাহন এই লকডাউনের আউতামুক্ত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেনারেল স্পেশালাইজড মেডিকেল কেয়ার সূত্রে জানা গেছে, প্রদেশটির বিভিন্ন হাসপাতালে ১১১ জন রোগী এবং আইসিইউতে ৫৪ জন রোগী ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১০ থেকে ১৫ জন রোগী ভেন্টিলেটরে আছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক।
চলমান পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে সুপ্রিম কমিটি মসজিদ এবং পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। একই সাথে সকল ধরণের জনসমাগম এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও করোনা ভ্যাকসিন নিয়ে ভিত্তিহীন অভিযোগ ও বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। গত শনিবার থেকে দেশটির জাতীয় গণপরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান মাওয়াসালাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সালালাহ বাস পরিষেবা স্থগিত করেছে। তবে বেসরকারি বাস অপারেটররা যথারীতি তাদের সেবা চালিয়ে যাচ্ছে।
এদিকে ওমান এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সকল ওমান প্রবাসীদের উদ্দেশ্যে এক জরুরী বিজ্ঞপ্তি জারি করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (১৭-এপ্রিল) দূতাবাসের প্রধান নাহিদ ইসলাম স্বাক্ষরিত উক্ত জরুরী বিজ্ঞপ্তিতে অতি প্রয়োজন ব্যতীত প্রবাসীদের স্বদেশ অথবা বিদেশ ভ্রমণ না করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post