ওমানে ভবন ধস: ওমানের সুরে পুরনো একটি ভবন ধসের পর নিচে চাপা পড়ে ২ প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার সকালে দক্ষিণ আল শারকিয়্যার সুর এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে, ধসে পড়া ভবনটি বেশ পুরনো এবং ঝুঁকিপূর্ণ ছিলো।
ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সেখান থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরের সাম্প্রতিক অতিবৃষ্টিকে এই ধসের কারণ বলে মনে করা হচ্ছে।
ওমানের বেশ ঐতিহ্যবাহী এবং পুরনো শহর সুর অনন্য স্থাপত্যের জন্য বিখ্যাত। অঞ্চলের অসংখ্য ভবন বেশ পুরনো আমলের। ফলে এই ধসের ঘটনার খবরের সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পুরনো ও বিপদজনক বাড়িগুলোর নিরাপত্তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন।
সুরে গত সপ্তাহে তুমুল মাত্রার বৃষ্টি হয়েছে। ৩ দিনে রেকর্ড ২২০ মিলিমিটারের বৃষ্টি হয় অঞ্চলটিতে। এই অতিমাত্রার বৃষ্টিপাতই ভবনটির কাঠামো দুর্বল করে দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post