ওমান এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সকল ওমান প্রবাসীদের উদ্দেশ্যে এক জরুরী বিজ্ঞপ্তি জারি করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (১৭-এপ্রিল) দূতাবাসের প্রধান নাহিদ ইসলাম স্বাক্ষরিত উক্ত জরুরী বিজ্ঞপ্তিতে অতি প্রয়োজন ব্যতীত প্রবাসীদের স্বদেশ অথবা বিদেশ ভ্রমণ না করতে বলা হয়েছে।
এদিকে করোনার কারণে ফ্লাইট বন্ধ ঘোষণা করায় পদে পদে দুর্ভোগে পরছেন ওমান সহ মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ওমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং দিয়েও ফ্লাইট বন্ধের কারণে যেতে পারেননি ওমান। এমতাবস্থায় হোটেল বুকিংয়ের টাকা ফেরত নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে প্রবাসীদের। এমনিতেই উচ্চ মূল্যে ফ্লাইটের টিকিট ক্রয় এবং করোনা পরীক্ষার ব্যয়, এরপর আবার ৭ দিনের হোটেল খরচ। সবকিছু মিলিয়ে প্রবাসীদের উপর যেন মরার উপর খাঁড়ার ঘা।
এতকিছুর পরেও যথাসময়ে ওমান না যেতে পেরে হতাশায় এবং ক্ষোভে ফেটে পড়েন অনেক প্রবাসী। এদিকে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আশংকায় রয়েছেন বলে জানিয়েছেন প্রবাস টাইমকে। অনেকেই ওমান যাওয়ার উদ্দেশ্যে সাহালা প্লাটফর্মের মাধ্যমে হোটেল বুকিং দিয়ে চরম বিপাকে পড়েছেন। ফ্লাইট বাতিলের কারণে পুনরায় হোটেল বুকিং করতে অতিরিক্ত সাড়ে ৫ হাজার টাকা করে গুনতে হচ্ছে ওমান প্রবাসীদের। আবার অনেকে হোটেল বুকিং বাতিল করে এখন টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন ট্রাভেল এজেন্সিতে।
এ ব্যাপারে ওমান থেকে আল সাফার ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান শেখ ফাহাদ মুঠোফোনে প্রবাস টাইমকে বলেন, “সাফালা প্লাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং কনফার্ম করে তা বাতিল করলে এক মাস লাগে টাকা ফেরত পেতে। আবার কেউ যদি বাতিল না করে হোটেলের তারিখ পরিবর্তন করে, সেক্ষেত্রে তাকে অতিরিক্ত ২৫ রিয়াল ফি দিতে হবে।”
তিনি আরো বলেন, “বর্তমানে একজন প্রবাসীকে ওমান থেকে বাংলাদেশ যেতে ৮০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হচ্ছে। দেশে এসে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনের জন্যই খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এরপর করোনা পরিক্ষা এবং টিকিটের মূল্য। সব কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে সাধারণ প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত বলে মনে করেন শেখ ফাহাদ। একদিকে টিকিটের জন্য হাহাকার অন্যদিকে ফ্লাইটের শিডিউল নিয়ে অনিশ্চয়তা? এই দুইয়ে মিলে ভোগান্তি আর দুশ্চিন্তার যেন শেষ নেই প্রবাসীদের। এমতাবস্থায় সরকারি খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের দাবী জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post